অভিনেত্রী জয়া প্রদা পলাতক! গ্রেফতারের নির্দেশ দিল আদালত

ODD বাংলা ডেস্ক: বড় বিপাকে জনপ্রিয় অভিনেত্রী জয়া প্রদা। প্রাক্তন এই সাংসদকে 'পলাতক' বলে ঘোষণা করল আদালত। একইসঙ্গে তাঁকে অবিলম্বে গ্রেফতার করারও নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, উত্তর প্রদেশের রামপুরে প্রতারনার মামলা দায়ের হয়েছে জয়া প্রদার বিরুদ্ধে। অভিনেত্রীর বিরুদ্ধে কেমারি ও সোয়ার থানায় দু'টি অভিযোগ জমা পড়েছে। নির্বাচন সংক্রান্ত এই মামলায় এবার তাঁকে গ্রেফতারির নির্দেশ দিল আদালত। উল্লেখ্য, এর আগে একটি সিনেমা হলের কর্মীদের দায়ের করা মামলায় অভিনেত্রীকে জেল ও জরিমানার নির্দেশ দেওয়া হয়েছিল।উত্তর প্রদেশের রামপুরের প্রাক্তন সাংসদ জয়া প্রদা ২০১৯-এর লোকসভা নির্বাচনে নির্বাচনী বিধি ভেঙেছিলেন বলে অভিযোগ ওঠে। একাধিকবার তাঁকে হাজিরার নির্দেশ দেয় বিশেষ এমপি-এমএলএ কোর্ট। কিন্তু অভিনেত্রী গরহাজির ছিলেন। পর পর সাতবার জামিন অযোগ্য পরোয়ানাও জারি হয় জয়া প্রদার বিরুদ্ধে। তা সত্ত্বেও তাঁকে আদালতে পেশ করতে পারেনি পুলিশ। পুলিশের তরফে আদালতে জানানো হয়েছে, জয়া প্রদা গ্রেফতারি এড়িয়ে যাচ্ছেন বারবার। তাঁর সবক'টি মোবাইল নম্বর সুইচ অফ রয়েছে। মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারক শোভিত বনসল জয়া প্রদাকে পলাতক বলে ঘোষণা করেন। পাশাপাশি, রামপুরের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়, সার্কেল অফিসারের নেতৃত্বে একটি টিম গঠন করতে হবে এবং আগামী ৬ মার্চের মধ্য়ে কোর্টে পেশ করাতে হবে অভিনেত্রীকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.