মর্মান্তিক! গভীর রাতে অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ পথদুর্ঘটনা! মৃত ১৪
ODD বাংলা ডেস্ক: গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা মধ্যপ্রদেশে। একটি পিকআপ ভ্যান উলটে গিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি ২১ জনের আহত হওয়ার খবরও এসেছে। জানা গিয়েছে, অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় পিকআপ ভ্যানটি। এর জেরেই বিপত্তি ঘটে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের চিকিৎসা চলছে। রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রদেশের ডিন্ডোরির শাহপুরা থানা ও বিচিয়া পুলিশ পোস্ট এলাকায় এই পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণের হারিয়ে ফেলে এবং উলটে যায়। সূত্রের খবর, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা সাধের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকেই বাড়িতে ফিরছিলেন তাঁরা। জানা গিয়েছে, দুর্ঘটনায় আহত যাত্রীদের শাহপুরা কমিউনিটি হেলথ সেন্টারে ভরতি করা হয়। রাতভর সেখানেই চিকিৎসাধীন ছিলেন তাঁরা। আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
Post a Comment