চুপি চুপি বাগদান সারলেন সোহিনি? শোভনের আংটি ঘিরে জল্পনা
ODD বাংলা ডেস্ক: অভিনেত্রী সোহিনী সরকার আর গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের প্রেমের খবর কারও অজানা নয়; যদিও এই কথিত প্রেমিক যুগল আনুষ্ঠানিকভাবে প্রেমের খবর স্বীকার করেননি। তবে এবার এই দুই তারকার বাগদানের গুজব রটেছে। ভালোবাসা দিবস উপলক্ষে সোহিনী ও শোভন ঘুরতে গিয়েছিলেন সুইডেনে। বরফের রাজ্যে তাঁদের ঘুরে বেড়ানোর ছবি নিয়ে চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে নতুন করে তাঁদের নিয়ে আলোচনার কারণ শোভনের অনামিকার আংটি। তারকার অনেক ভক্ত-অনুসারী মনে করছেন, সুইডেনেই বাগদান সেরেছেন তাঁরা। শোভন সম্প্রতি নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে দেখা যায়, বরফের মধ্যে রোম্যান্টিক মুডে গায়ক গান গাইছেন। ওই ভিডিওতে শোভনের অনামিকায় আংটি স্পষ্ট দেখা যায়। এরপরই তাঁদের বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও এ বিষয়ে শোভন বা সোহিনী কেউই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।
Post a Comment