২০২৪-এ বাড়বে বেতন, অপেক্ষায় কর্মচারীরা
ODD বাংলা ডেস্ক: মুদ্রাস্ফীতির জের। দেশজুড়ে খুচরো বাজারে বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। এই আবহে বেতন বৃদ্ধির অপেক্ষা করছেন কর্মচারীরা। আগামী অর্থবর্ষে (2024-25) কত টাকা বাড়বে মাইনে? আর্থিক বছর শেষ হওয়ার আগেই এই নিয়ে জল্পনা তুঙ্গে।দেশের 45টি আলাদা আলাদা শিল্প ক্ষেত্রের মোট 1,414টি কোম্পানির বেতন কাঠামো নিয়ে সমীক্ষা চালিয়েছে Aon। তাঁদের রিপোর্ট অনুযায়ী, অতিমারী পরবর্তী সময়ে 2022-এ প্রথমবার ভারতীয় কর্পোরেট কোম্পানিগুলি 10 শতাংশের কম বেতন বৃদ্ধি করেছিল।সমীক্ষকদের কথায়, এর পর থেকে আর কখনওই দুই ডিজিটের উপরে মাইনে বাড়ায়নি কোনও কোম্পানি। 2024-এ প্রতি চারটির মধ্যে 3টি সংস্থায় 9 শতাংশের বেশি বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, কোন কোম্পানিতে কতটা বেতন বাড়তে পারে, সমীক্ষা রিপোর্টে তারও হদিশ মিলেছে। উৎপাদন খাতে লগ্নিকারী সংস্থাগুলির কর্মীরা সবচেয়ে বেশি লাভবান হতে পারেন। তাঁদের মাইনে বাড়তে পারে 10.1 শতাংশ।
Post a Comment