শাহজাহানের গ্রেফতারির পরই সন্দেশখালিতে নতুন করে ১৪৪ ধারা
ODD বাংলা ডেস্ক: ৫৬ দিন পর অবশেষে পুলিশের জালে সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান। বৃহস্পতিবার ভোররাতে তাঁকে গ্রেফতার করা হয়। বসিরহাট মহকুমা আদালত শাহজাহানকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। তাঁর গ্রেফতারির পরেই সন্দেশখালিতে নতুন করে বেশকিছু জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, সন্দেশখালির ২৩টি জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শেখ শাহজাহান গ্রেফতার হলেও একাধিক জায়গায় নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কা করা হয়েছে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণেই নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শাহজাহান গ্রেফতার হওয়ার আগে দফায় দফায় সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি হয়েছিল। সর্বপ্রথম গোটা সন্দেশখালিজুড়ে ১৪৪ ধারা লাগু হয়। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর বিক্ষিপ্ত কিছু জায়গায় এই ধারা জারি করেছিল পুলিশ।
Post a Comment