৮ না ৯ মার্চ, ২০২৪-এ কবে পড়েছে শিবরাত্রি, জেনে নিন দিন-ক্ষণ-তিথি

ODD বাংলা ডেস্ক: শাস্ত্র মতে, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেব শিবের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় মা পার্বতীর। এই শুভ দিনটিকে নজরে রেখে পালিত হয় শিবরাত্রি। মনে করা হয়, শিবরাত্রির দিন শুভ তিথিতে বেশ কিছু শুভ ফল মেলে, সঠিক পুজো পদ্ধতি অবলম্বন করলেই। দেখে নেওয়া যাক, শিবরাত্রির তিথি কবে পড়ছে। পঞ্জিকা মতে বলা হচ্ছে, ফাল্গুনের তিথি অনুসারে ৮ মার্চ শিবরাত্রির তিথি শুরু হচ্ছে। আর সেই তিথি শেষ হচ্ছে, ৯ মার্চ। এই তিথির সময় অনুযায়ী, ৮ মার্চ রাত ৯ টা ৫৭ মিনিটে শুরু হচ্ছে, মহাশিবরাত্রির তিথি। আর তা শেষ হচ্ছে, ৯ মার্চ সন্ধ্যে ৬টা ১৭ মিনিটে। শিবরাত্রিতে সকালের পুজোর সময় হল ৬.৩৮ মিনিট থেকে ১১ টা ০৪ মিনিট পর্যন্ত। নিশিতকালের পুজো মধ্যরাত ১২.০৭ মিনিট (৮ মার্চ) থেকে ১২.৫৫ মিনিট (৯ মার্চ) পর্যন্ত। রাত্রির প্রথম প্রহরের পুজো শুরু হবে ৬.২৫ মিনিট থেকে রাত ৯ টা ২৮ মিনিট পর্যন্ত। রাত্রি দ্বিতীয় প্রহরের পুজো ৯ মার্চ রাত ১২.৩১ মিনিট থেকে শুরু। ব্রতর সময় ভোর ৬.৩৭ মিনিট থেকে দুপুর ৩.২৮ মিনিট পর্যন্ত (৯ মার্চ ২০২৪ )। এই দিনে ১০৮ বার ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র জপ করলে মনের ইচ্ছা পূরণের সম্ভাবনা থাকে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.