৫০ কিলোমিটার বেগে বইবে ঝড়, আজ দিনভর দুর্যোগ?
ODD বাংলা ডেস্ক: জেলায় জেলায় দুর্যোগ! বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। শুধু তাই নয়, রাজ্যের দশটি জেলাতে জারি করা হয়েছে হলুদ সতর্কতাও।ধীরে ধীরে বিদায় নিয়েছে শীত। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। এই অবস্থায় উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় অবস্থান করছে পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ উত্তর-পূর্ব ভারতের দিকে এগিয়ে আসবে। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে সপ্তাহের মাঝামাঝিতে। উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে। আর এই এই দুইয়ের সংঘাতের কারণে বঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।বুধ এবং বৃহস্পতিবার নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি, বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে। এছাড়াও সংলগ্ন জেলাগুলিতে এর প্রভাব পড়তে পারে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে।
Post a Comment