'রাজনীতি করা বন্ধ করুন', সন্দেশখালি নিয়ে মুখ খুললেন নুসরত জাহান
ODD বাংলা ডেস্ক: সন্দেশখালি নিয়ে যখন তোলপাড় রাজ্য তথা গোটা দেশ, তখন কেন মুখে কুলুপ বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের? তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছিল। এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং নুসরত জাহান। তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন।সেখানে নুসরত লেখেন, 'এই ধরনের অভিযোগ হৃদয় বিদারক। একজন মহিলা এবং জনপ্রতিনিধি হিসেবে আমি সবসময় দলের নির্দেশ পালন করেছি। সন্দেশখালি নিয়ে ইতিমধ্যেই আমাদের মুখ্যমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সেখানের মানুষের ভালোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। আইন মেনে চলা এবং প্রশাসনকে সাহায্য করা এই মুহূর্তে প্রাথমিকতা। আমি আমার নির্বাচনী কেন্দ্রের মানুষজনের আনন্দে-দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি। আমি দলের নির্দেশ মোতাবেক কাজ করছি। আমাদের এই মুহূর্তে রাজ্য প্রশাসনের উপর ভরসা রাখা উচিত। যা কিছু ভুল তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। আমাদের একে অপরকে টার্গেট করা থেকে বিরত থাকতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা এবং কল্যাণের জন্য আমাদের এগিয়ে আসতে হবে। এই সময় মানুষের সুরক্ষা এবং তাঁদের কল্যাণ আমাদের কাছে প্রাথমিকতা। এর বাইরে কার বিষয়ে কে কী বলছে তাতে যায় আসে না। আমি আগেও বলেছি, এখনও বলছি, রাজনীতি করা বন্ধ করুন।'
Post a Comment