সরস্বতী পুজোয় ঠান্ডা, গরম না বৃষ্টি? আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস

ODD বাংলা ডেস্ক: কখনো ঠান্ডা তো কখনো গরম…বাংলার পারদের এহেন ওঠানামার কারণে এখন ঘরে ঘরে মানুষের সর্দি, কাশি লেগেই রয়েছে। সকাল, সন্ধ্যার দিকে বাংলার পারদ নিম্নমুখী থাকলেও দুপুরবেলা যেন বাড়ি থেকে বাইরে বেরোনো দায় হয়ে পড়ছে যতদিন যাচ্ছে। দুপুর বেলায় ভ্যাপসা গরমে সকলের অবস্থা একপ্রকার নাজেহাল হয়ে যাচ্ছে। এদিকে সামনেই রয়েছে সরস্বতী পুজো। প্রশ্ন উঠছে সরস্বতী পুজোর আগে কি বাংলার পারদ নামবে? আজ কলকাতার তাপমাত্রা একধাক্কায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। তাহলে কি শীতের ফের কামব্যাক হল? বিষয়টি নিয়ে মুখ খুলল আলিপুর আবহাওয়া দফতর। সেইসঙ্গে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া কেমন থাকবে, তাও জানানো হল। আর সর্বোপরি সরস্বতী পুজোয় বৃষ্টি হতে পারে কিনা, তাও জানাল আলিপুর আবহাওয়া দফতর।আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রিতে ঠেকেছে। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। আর সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে ২৫.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আজ কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাজ্যের অন্যান্য জেলার মতো আজ কলকাতায় বৃষ্টি হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.