'সংসদে আমার শেষ দিন...', দেবের পর এবার নুসরতকে নিয়ে ধোয়াশা


ODD বাংলা ডেস্ক: বৃহস্পতিবার দুপুরে লোকসভায় শূন্য প্রহর তখনও শুরু হয়নি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কিছুক্ষণ আগেই গণকের মতো বলে দিচ্ছিলেন, দেব আজ লোকসভায় জানিয়ে দেবেন, এটাই আমার সংসদে শেষ দিন! কিছুক্ষণ পর দেখা গেল, হুবহু সেটাই হয়েছে। বৃহস্পতিবার লোকসভায় দাঁড়িয়ে ঘাটালের সাংসদ দেব অধিকারী জানিয়ে দিয়েছেন, ‘এটাই আমার সংসদের শেষ দিন’। পরে আবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেব নানারকম ব্যাখ্যা দিয়েছেন। ঘটনা হল, শুধু দেব একা নন, বৃহস্পতিবার লোকসভায় শূন্য প্রহরে কথা বলার সুযোগ পেয়েছিলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান রুহি। বাংলার বকেয়া পাওনার বিষয়টি উত্থাপন করেছিলেন নুসরত। পরে এক্স হ্যান্ডেলে করে নুসরত লেখেন,‘সংসদে আমার শেষ দিন’। সর্বশক্তি  এবং আমাদের দিদি তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। প্রসঙ্গত,দেব নিজেই আর লোকসভায় দাঁড়াতে চান না- সেটা বিভিন্নভাবে দলের মধ্যে বা ঘরোয়া মহলে অনেকদিন ধরে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের অনেকে চান দেবকে ফের প্রার্থী করা হোক। তাহলে ঘাটালে লোকসভায় তৃণমূলের লড়াই সহজতর হতে পারে। কিন্তু নুসরতকে নিয়ে তেমন আগ্রহ শাসক দলের মধ্যে দেখা যাচ্ছে না। বসিরহাট লোকসভায় স্থানীয় স্তর থেকে তো বটেই রাজ্যস্তরে তৃণমূলের অনেকেই মনে করেন বসিরহাটে প্রার্থী বদল করা জরুরি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.