মুর্শিকুলি খাঁ নাকি আসলে ছিলেন হিন্দু ব্রাহ্মণ?



মুর্শিদকুলি খাঁ সূর্য নারায়ণ মিশ্র নামে জন্মগ্রহণ করেন, তিনি ছিলেন প্রথম বাংলার নবাব, যিনি ১৭১৭ থেকে ১৭২৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার উপর মুঘল সাম্রাজ্যের নামমাত্র আধিপত্য ছিল, সকল ব্যবহারিক উদ্দেশ্যেই তিনি বাংলার নবাব ছিলেন।



তার পরিবার সম্পর্কে কয়েক প্রকার মতভেদ রয়েছে। প্রথম সংস্করণমতে মুর্শিদকুলি খাঁ দাক্ষিণাত্য মালভূমিতে আনুমানিক ১৬৭০ সালে একটি দরিদ্র ওড়িয়া ব্রাহ্মণ পরিবারে হিন্দু হিসেবে জন্মগ্রহণ করেন। মুর্শিদ কুলি খাঁ, হাজি শফি ইসফাহানি নামে ইরানের একজন উচ্চপদস্থ মুঘল কর্মকর্তা ক্রীতদাস হিসেবে ক্রয় করেন। ক্রীতদাস হিসেবে বিক্রি হওয়ার পূর্বেই পারস্যের বণিক ইসফাহান তাকে ক্রয় করে ইসলাম ধর্মে স্থানান্তরিত করেন এবং নাম পরিবর্তন করে মুহাম্মদ হাদী বা মির্জা হাদী রাখেন। ইসফাহানিই তাকে শিক্ষিত করে তুলেন। তিনি বিদর্ভ বা বেরার প্রদেশের দেওয়ান হাজী আব্দুল্লাহ কুরাইশির অধীনে চাকরি নেন। পরবর্তীতে বেরার প্রদেশের দেওয়ান সম্রাট আওরঙ্গজেবের অধীনে চলে আসে। শফির মৃত্যুর পর, তিনি বেরারের দেওয়ান এর অধীনে কাজ করেন, এই সময়ে তিনি তৎকালীন সম্রাট আওরঙ্গজেব-এর দৃষ্টি আকর্ষণ করেন। ১৭০০ সালে সম্রাট আওরঙ্গজেব তাকে কার্তালাব খাঁ নামে ইসলাম ধর্মে স্থানান্তরিত করেন ও বাংলার গভর্নর নিযুক্ত করেন। 

অন্যান্য ইসলামী শাসকদের থেকে ভিন্ন, মুর্শিদকুলী খানের একটি মাত্র স্ত্রী ছিল যার নাম নাসিরি বানু বেগম এবং কোন উপপত্নী ছিল না। তার তিন সন্তান, দুই মেয়ে ও এক ছেলে। তার একটি কন্যা নবাব সুজা-উদ-দিন মুহাম্মদ খান এর স্ত্রী এবং সরফরাজ খান এর মা হন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.