সপ্তাহান্তে ফিরবে শীত? তাপমাত্রার ওঠানামা কতদিন, জানাল হাওয়া অফিস
ODD বাংলা ডেস্ক: ভোরের দিকে হালকা ঠান্ডা। বেলা বাড়লেই পারদ ঊর্ধ্বমুখী। সন্ধ্যার পর থেকে আবার তাপমাত্রা কিছুটা নামছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় বিচলিত শহরবাসী। এরকম আবহাওয়া আর কতদিন থাকবে? হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে এরকম আবহাওয়া আরও কিছুদিন চলবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শীতের বিদায় আসন্ন। তবে আগামী কিছুদিন সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কিছুটা নামবে। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও বেলায় তাপমাত্রা বাড়বে। এর সঙ্গে অবশ্য উত্তর পশ্চিমের শীতল হাওয়া থাকবে।বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রির কাছাকাছি। তবে আগামী তিনদিন সন্ধ্যায় তাপমাত্রা আরও কিছুটা নামবে। শনিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১৩ - ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে। সকালের দিকে কুয়াশা থাকবে বিক্ষিপ্ত ভাবে। বেলা বাড়লে কুয়াশার প্রভাব কেটে যাবে। নতুন করে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ১৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা ওঠা নামা করবে।
Post a Comment