সরস্বতী পুজোর আগে কি বদলাবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস

ODD বাংলা ডেস্ক: বেড়েছে কলকাতা সহ জেলাগুলির তাপমাত্রা। তবে সরস্বতী পুজোর সময় হালকা শীতের আমেজ বরাবরই থাকে। কিন্তু ততদিন শীত আদৌ থেকে যাবে কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ধীরে-ধীরে সরে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। সপ্তাহের শেষে সাময়িক ভাবে ফিরতে পারে ঠান্ডা। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৬ ডিগ্রির আশপাশে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১১-১২ ডিগ্রিতে নামতে পারে পারদ। দিনের বেলায় তাপমাত্রা  আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি। তবে শীত থাকুর আর না থাকুক ঘন কুয়াশার দাপট কিন্তু অব্যাহত কলকাতা সহ বিভিন্ন জেলায়। বেলা বাড়লেও কোথাও কোথাও কাটেনি কুয়াশার মায়াজাল। বুধবারও সেই একই ছবি দেখা গেল। ভোরবেলা থেকে আকাশ ছেড়ে রয়েছে কুয়াশায়। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে সূর্য উঠলেও ততটা  দাপট কমেনি কুয়াশার। তবে কুয়াশা থাকলেও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এই কয়েকদিন। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.