ঝেঁপে আসছে বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ, আবহাওয়ার বড় আপডেট


ODD বাংলা ডেস্ক: শীতের মরশুম শেষের পথে। সোমবার থেকেই আরও চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা। তবে এই শীত বিদায় পর্বে বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকালের দিকে কুয়াশা তারপর দিনভর রৌদ্র করার জল আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গের কলকাতা দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা-সহ জেলায় জেলায়।দক্ষিণবঙ্গের কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর সর্বত্রই শীতের বিদায় শুরু হয়েছে। দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই অনেকটাই কিছুটা বেড়েছে তাপমাত্রা। রাতের দিকে তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী।দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কমছে শীতের দাপট। শিলিগুড়ির তাপমাত্রা বাড়ছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা ভারতবর্ষে প্রবেশ করছে ফলে আবারও বদলাবে আবহাওয়া। আবহাওয়া বদলে তাপমাত্রা বাড়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  সোমবার থেকে আরও বাড়ছে তাপমাত্রা। শীত বিদায়ের বেলায় বৃষ্টির ফাঁড়া। রবিবার সকালবেলা কুয়াশা তারপর পরিষ্কার আকাশ থাকবে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী নতুন করে পশ্চিম পশ্চিমী ঝঞ্ঝা, প্রবেশ করায় আবহাওয়ার মানচিত্র অনেকটাই বদলে যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.