৫ লাখ চাকরি, ঢালাও নিয়োগ সিভিক পুলিশে! রাজ্য বাজেটে কল্পতরু মমতা
ODD বাংলা ডেস্ক: লক্ষ্মীবারে রাজ্যবাসীর লক্ষ্মীলাভ। ২০২৪-২৫ সালের অর্থবর্ষে কার্যত ঝুলি উপুড় করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনকল্যাণমুখী প্রকল্পগুলিতে ভাতা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। রাজ্যে পাঁচ লাখ কর্মসংস্থানের কথা বলা হয়েছে। এদিন বাজেটে কর্মসংস্থান নিয়ে একাধিক উল্লেখযোগ্য বার্তা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন তিনি বলেন, 'সিভিক, গ্রিন ও ভিলেজ পুলিশরা এবার থেকে ১০০০ টাকা করে বেশি ভাতা পাবেন। পাশাপাশি,এতদিন পর্যন্ত লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের আওতায় জেনারেল কাস্টের মহিলারা পেতেন ৫০০ টাকা এবং তফশিলি জাতি উপজাতির মহিলারা পেতেন ১০০০ টাকা। বার জেনারেল মহিলারা পাবেন ১০০০ টাকা এবং তফশিলি মহিলারা পাবেন ১২০০ টাকা।সেইসঙ্গে, রাজ্য সরকারি কর্মীদের জন্য চার শতাংশ DA ঘোষণা করা হয়েছে।DA নিয়ে এই ঘোষণার পরই রাজ্য সরকারি কর্মীদের তরফে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। সরকারি কর্মচারি পরিষদের তরফে জানানো হয়েছে তাঁরা আইনি লড়াই চালিয়ে যাবেন।
Post a Comment