শুক্র থেকে বঙ্গে দিনভর বৃষ্টি! ফের হাওয়া বদলের পূর্বাভাস

ODD বাংলা ডেস্ক:মোটের উপর ভালোয় ভালোয় কেটেছে সরস্বতীপুজো। দক্ষিণবঙ্গের আট থেকে দশ জেলায় বুধবার বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে বৃষ্টিপাত। পাশাপাশি উত্তরবঙ্গের দুই জেলা মালদা এবং দিনাজপুরেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।বৃহস্পতিবার সকালের দিকে শহর কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তবে ভারী বৃষ্টি হবে না। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে হাওয়া বদল হতে পারে কলকাতার।বৃহস্পতিবার কলকাতা সহ সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে। চলতি বছরে সেভাবে শীত অনুভূত হয়নি।স্বাভাবিকভাবেই শীতপ্রেমীদের সেই খিদেটা রয়েই গিয়েছে। তবে কি নতুন করে শীত পড়ার কোনও সম্ভাবনা রয়েছে? এই বিষয়ে অবশ্য সাধারণ মানুষকে কিছুটা হলেও হতাশ করছেন আবহাওয়াবিদরা। নতুন করে শীতের কামব্যাকের কোনও সম্ভাবনা নেই। তবে শীত শীত ভাব থাকবে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকতে পারে। তবে এই মরশুমের মতো শীতের দেখা মিলবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.