ছড়াচ্ছে প্রাণঘাতী ছত্রাক, নয়া আতঙ্কের নাম কন্ডিডা অরিস, সতর্কবার্তা WHO-র
ODD বাংলা ডেস্ক: নতুন বছরের গোড়ায় এবার আতঙ্ক ছড়াতে শুরু করেছে কান্ডিডা অরিস। মূলত, ছত্রাক প্রজাতির কান্ডিডা অরিসও প্রাণঘাতী হতে পারে। বর্তমানে মার্কিন মুলুকে বাড়তে শুরু করেছে কন্ডিডা অরিসের সংক্রমণ। অবিলম্বে প্রতিহত না করা গেলে এই ছত্রাক সংক্রমণ মহামারীর আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (CDC) সূত্রে খবর, চলতি বছরে প্রথম কন্ডিডা অরিস সংক্রমিত রোগীর হদিশ মেলে গত ১০ জানুয়ারি ওয়াশিংটনে। তারপর গত সপ্তাহে আরও ৩ জনের এই প্রাণঘাতী ছত্রাকে সংক্রমিত হওয়ার খবর মেলে।সাধারণত যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা কন্ডিডা অরিসে সংক্রমিত হয়। এছাড়া হাসপাতালের যে সব রোগী ফিডিং টিউব, শ্বাস নেওয়ার টিউব বা ক্যাথেটার ব্যবহার করেন তাদের দেহে প্রায়শই এই ছত্রাক পাওয়া যায়।কন্ডিডা অরিসে সংক্রমিত হলে শরীরের বিভিন্ন অংশে, এমনকি রক্তপ্রবাহের মধ্যেও সংক্রমণ ছড়ায়। এর ফলে দেহের বিভিন্ন অংশে ক্ষতের সৃষ্টি হয়। কানেও সংক্রমণ হতে পারে। সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণের সঙ্গে কন্ডিডা অরিসের সংক্রমণের কোনও প্রভেদ থাকে না। প্রসঙ্গত,
Post a Comment