আধার বাতিল হয়ে গেলে ভোট দিতে পারবেন না?

ODD বাংলা ডেস্ক: আধার কার্ড বাতিল হলেও লোকসভা নির্বাচনে ভোট দিতে কোনও সমস্যা হবে না। জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের পর এমনটাই দাবি করল তৃণমূলের প্রতিনিধিদল। সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে সাংসদ সুখেন্দুশেখর রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বেরিয়ে এসে তাঁরা জানান, আধার থাকা না থাকার সঙ্গে ভোটদানের অধিকারের কোনও সম্পর্ক নেই।সম্প্রতি রাজ্যে আধার বাতিল নিয়ে শোরগোল পড়ে। বিভিন্ন জায়গায় মানুষের আধার বাতিলের চিঠি আসছে বলে অভিযোগ করে তৃণমূল। এমনকী এর পিছনে চক্রান্ত রয়েছে বলে দাবি করে সরব হন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে ডেকে পাঠানো হয় কলকাতায় আধার কর্তৃপক্ষের শীর্ষ আধিকারিককে। তাঁকে সঙ্গে নিয়ে নবান্নে এক সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব। মুখ্যসচিব বলেন, আধারের আধিকারিক জানিয়েছেন ভিসা নিয়ে ভারতে প্রবেশের পর নির্দিষ্ট দিনের পরেও দেশ না ছাড়ায় আধার বাতিল হয়েছে। এর পরই রাজ্যে ফের NRC করার চক্রান্ত হচ্ছে বলে দাবি করেন মমতা। দাবি করেন, মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে মোদী সরকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.