২৮ বছরের অপেক্ষার অবসান, প্রকাশ্যে বিশ্বের প্রথম ॐ আকৃতি মন্দিরের ছবি
ODD বাংলা ডেস্ক: হিন্দু ধর্মে এমন অনেক মন্ত্র রয়েছে যেগুলির নিয়মতি জপ করলে মানুষের জীবে নানা প্রভাব দেখা যযায়। তার মধ্য়ে 'ওম' উচ্চারণ করাও একটি অত্যন্ত কার্যকরী মন্ত্র। হিন্দু ধর্মে ওম ধ্বনিকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। 'ওম' ধ্বনিতেই ছড়ায় অদ্ভূদ এক প্রশান্তি। শাস্ত্রে ওম ধ্বনির মধ্যে রয়েছে আকার, উকার এবং মকার। এই ধ্বনিটি প্রাকৃতিক গুণাবলীকেও প্রতিফলিত করে যা সত, রজ এবং তম গুণের প্রতিনিধিত্ব করে। বিশ্বে প্রথমবার ওম-এর আদলে তৈরি হয়েছে মন্দির। এই মন্দিরটির আকার একেবারে 'ॐ '-এর মতো। 'ॐ'-এর আদলে এই মন্দিরটি তৈরি হয়েছে রাজস্থানের পালি জেলায়। সূত্রের খবর, এই মন্দির তৈরি করতে সময় লেগেছে ২৮ বছর। ১৯৯৫ সালে এই মন্দিরের ভূমিপূজা হয়েছিল। মন্দিরে রাখা বিগ্রহগুলির প্রাণ প্রতিষ্ঠা হবে ১৯ ফেব্রুয়ারি। মন্দিরটি আকার-আয়তনে বিশাল। মহাদেবকে উৎসর্গ করে তৈরি হয়েছে এই মন্দির। শেষ হয়েছে মন্দিরের নির্মাণকাজ। ১৯ ফেব্রুয়ারি ১৯ ফেব্রুয়ারি, সোমবার সম্পন্ন হতে চলেছে অভিষেক অনুষ্ঠান। ওই দিন মন্দিরের বিগ্রহগুলির প্রাণ প্রতিষ্ঠা হবে। তবে ১০ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিব পুরাণের গল্পও পাঠ করা হবে এখানে। দেশ-বিদেশ থেকে ঋষি-সাধুসহ ভক্তরা আসবেন মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে।
Post a Comment