আজও জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস, বেলা গড়ালেই কালবৈশাখীর দাপট?
ODD বাংলা ডেস্ক: মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ দুপুরের পর থেকে কালবৈশাখীর মেঘ ঘনাতে পারে। বৃষ্টি ও ঝড়ের গতিবেগ বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গে। আজ ঘণ্টায় প্রায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। আগামিকাল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দুই জেলায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে আজ। বৃষ্টি অক্ষরেখা তৈরি হয়েছে বিদর্ভ থেকে কেরল অবধি। আজ ঝড়বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়াতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
Post a Comment