২৬/১১ মুম্বই হামলার ‘মূল চক্রী’ আজমের মৃত্যু পাকিস্তানে
ODD বাংলা ডেস্ক: ২০০৮ সালে মুম্বই হামলার ছক যার মস্তিষ্কপ্রসূত, সেইসঙ্গে ২০০৬ সালে মুম্বইয়ের ট্রেনে বোমা বিস্ফোরণের ঘটনার অন্যতম মূলচক্রীও তথা নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার (এলটিই) সদস্য আজম চিমার মৃত্যু হয়েছে পাকিস্তানে, এমনই খবর গোয়েন্দা সূত্রে। লস্কর প্রতিষ্ঠার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে ছিলেন আজম। ভারতের মুম্বইয়ে জোড়া হামলার সঙ্গে আজমের যোগ ছিল নিরবচ্ছিন্ন। এমনকি, ২০০৮ সালে আমেরিকাতে জঙ্গি হামলার ঘটনার নেপথ্যেও ছিল আজমের ‘মস্তিষ্ক’। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের ফয়সলাবাদেই মৃত্যু হয়েছে আজমের (৭০)। জানা যাচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার। গোপনে নাকি তাঁর শেষকৃত্যও সম্পন্ন করা হয়েছে খবর। ফয়সলাবাদের মালখানাওয়ালাতেই বছর কয়েক গা ঢাকা দিয়েছিলেন আজম। সেখানেই মৃত্যু হয় তার। যদিও এখনও পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনও ঘোষণা বা বিবৃতি আসেনি।
Post a Comment