আচমকা জ্ঞান হারালেন বাংলার অভিনেতা!
ODD বাংলা ডেস্ক:বাংলা ধারাবাহিক জগতের জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু। জানা যাচ্ছে, হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিষ্ণু। সূত্রের খবর, রোজকার মতোই শুটিংয়ে গিয়েছিলেন অভিনেতা। শুটিং থেকে বাড়ি ফিরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। আবাসনে ঢুকেই মাথা ঘুরে প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েন অভিনেতা। তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আবাসানের বাসিন্দারাই তড়িঘড়ি রণজয়কে নিয়ে যায় হাসপাতালে। সূত্রের খবর, দিন ১৫ ধরেই অসুস্থ বোধ করছিলেন অভিনেতা। রক্তচাপ স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম তাঁর। তবে এখন অনেকটাই ভালো আছেন তিনি। এক রাত কাটিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন অভিনেতা।
Post a Comment