মা'কে হারালেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়!

ODD বাংলা ডেস্ক: মাতৃহারা হলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্য়ায়। বুধবার, ১৩ মার্চ, সন্ধ্যায় প্রয়াত অভিনেতার মা অঞ্জলি চট্টোপাধ্য়ায়। ৮২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। শোনা গিয়েছে, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানাবিধ স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। গত শনিবার (৯ মার্চ) কলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তিও করা হয়েছিল তাঁকে। টানা একমাস ধরে শারীরিক অসুস্থতা নিয়ে ভুগছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়ের স্ত্রী, অঞ্জলিদেবী।জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অঞ্জলিদেবী। চট্টোপাধ্য়ায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অঞ্জলিদেবী রেখে গেলেন দুই ছেলে শাশ্বত চট্টোপাধ্যায়, শুভদীপ চট্টোপাধ্যায়, পুত্রবধূ মহুয়া চট্টোপাধ্যায় এবং শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় এবং নাতি-নাতনিদের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.