সরকারি হাসপাতালে মহিলাকর্মীদের গোষ্ঠী বিবাদে মদত! নাম জড়ালো তৃণমূল শ্রমিক নেতার
ODD বাংলা ডেস্ক: বালুরঘাট জেলা হাসপাতালে অসামাজিক কাজকর্মে মদত দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক শ্রমিক নেতার বিরুদ্ধে। রাকেশ শীল নামে ওই নেতা তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সহ সভাপতি পদে রয়েছেন। বেশ কিছুদিন হয় বালুরঘাট হাসপাতালে অস্থায়ী কর্মীদের দুটি গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছে। অভিযোগ, রাকেশ শীলের অনুগামী কিছু মহিলা হাসপাতালে ওয়ার্ড গার্লের কাজে যুক্ত। কিন্তু তাঁরা সেই কাজ না করে বিভিন্ন সময় সিকিওরিটি গার্ডের দায়িত্ব পালন করে থাকেন।আবার একটি গোষ্ঠীর অভিযোগ, রাকেশ শীলের অনুগামী মহিলা কর্মীরা হাসপাতালে বিউটি পার্লারের কাজও করেন। এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। যেই ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালের পোশাক পরা এক মহিলাকর্মী অন্য এক মহিলার পরিচর্যা করে দিচ্ছেন। যা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়াও মহিলাকর্মীদের দুটি গোষ্ঠী পরস্পরের বিরুদ্ধে হাসপাতাল চত্ত্বরেই অসামাজিক কাজের অভিযোগ তুলেছে। গোটা ঘটনার পেছনে রাকেশ শীলের মদত রয়েছে বলে অভিযোগ। যদিও রাকেশ শীল জানিয়েছেন, লোকসভা নির্বাচনের সামনে তাঁকে বদনাম করতেই এই অভিযোগ তোলা হয়েছে। যদিও বিষয়টিতে হস্তক্ষেপ করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
Post a Comment