স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহের সঙ্গে দেখা করলেন আশা ভোঁসলে, শোনালেন গান
ODD বাংলা ডেস্ক: সদ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন আশা ভোঁসলে। নিজের বই ‘বেস্ট অফ আশা’ লঞ্চ করতে ছিল এই সাক্ষাৎ। বুধবার মুম্বইয়ের শাহিয়াদ্রি গেস্ট হাউসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে প্রশংসিত গায়িকা এবং মহারাষ্ট্র ভূষণ আশা ভোঁসলের ফটোবায়োগ্রাফি ‘বেস্ট অফ আশা’ প্রকাশিত হয়েছে। সাক্ষাতের পর ১৯৬১ সালে ‘হাম দোনো’ ফিল্ম থেকে তাঁর গাওয়া গান ‘আভি না যাও ছোড়’ গেয়ে শুনিয়েছেন। বইটি প্রকাশ করেছে ভ্যালুয়েবল গ্রুপ। আশাতাইয়ের গাওয়ার ধরন, তাঁর গান, তাঁর সমগ্র জীবনযাত্রা এই বইটিতে প্রকাশিত ছবিতে ধরা পড়েছে। বই প্রকাশের পর আশা ভোঁসলে এবং অমিত শাহকে কিছুক্ষণ আলাপচারিতা সারতে দেখা গিয়েছে। আশার নাতনি জানাই ভোঁসলেও ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে অমিত শাহ এবং জানাই একে অপরকে হাত জোড় করে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে। ছবিতে স্যুট পরে দেখা মিলেছে জানাইয়ের। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দিন শুরু করার সেরা উপায়’।
Post a Comment