সিঁদুর পরানোর সময় এ কেমন দাবি বরের! অবশেষে ভাঙল বিয়ে
ODD বাংলা ডেস্ক: কনেকে সিঁদুর পরানোর সময় অদ্ভুত শর্ত চাপিয়েছিলেন বর। কিন্তু তা মেনে নিতে পারেনি কনেপক্ষ। অদ্ভুত শর্ত প্রত্যাহারের জন্য বরকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয় তারা। শর্ত প্রত্যাহারে রাজি না হওয়ায়, কনে ছাড়াই ফিরে যেতে হল বর-কে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গাড়োয়া জেলার কেতার থানা এলাকায়।বিয়ের প্রাথমিক আচারের পর কনেকে সিঁদুর পরানো অনুষ্ঠান শুরু হয়। এই সময় প্রকাশ্যে সিঁদুর পরাতে অস্বীকার করেছিলেন বর অঞ্জনি কুমার। কনেপক্ষকে শর্ত দিয়েছিলেন। আলাদা ঘরে লাইট নিভিয়ে কনে-কে সিঁদুর পরাবেন তিনি। বরের এই শর্তে হতবাক হয়ে যায় কনেপক্ষের লোকজন। এ ব্যাপারে অঞ্জনিকে বোঝানোর চেষ্টা করেছিলেন তারা। কিন্ত তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। চাপানো শর্তে অনড় থাকে বর।অদ্ভুত শর্ত প্রত্যাহারের জন্য কনেপক্ষের পাশাপাশি বরপক্ষের লোকজনও আর্জি জানিয়েছিল অঞ্জনি কুমারকে। শর্ত প্রত্যাহারে রাজি না হওয়ায়, দুই পক্ষের সঙ্গে আলোচনায় বসেছিলেন দুই পঞ্চায়েত প্রধান। অবশেষে দুই পক্ষের সম্মতিতে বিয়ে ভেঙে যায়।
Post a Comment