রায়বরেলী থেকে লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা!
ODD বাংলা ডেস্ক: দলের অন্দরে চাপ ছিল। অমেঠী এবং রায়বরেলী লোকসভা কেন্দ্র থেকে গান্ধী পরিবারের সদস্যেরা প্রার্থী হোন বলে কংগ্রেসকে ‘বার্তা’ পাঠিয়েছিল সমাজবাদী পার্টি (এসপি) এবং ‘ইন্ডিয়া’ মঞ্চের শরিক দলগুলিও। এই পরিস্থিতিতে সেই দাবি মেনে অমেঠী থেকে রাহুল গান্ধী এবং রায়বরেলী থেকে তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা প্রার্থী হতে পারেন বলে কংগ্রেসের একটি সূত্র জানাচ্ছে।ওই সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি, কেরলের ওয়েনাড়ের সাংসদ রাহুল তাঁর পুরনো কেন্দ্র অমেঠীর পাশাপাশি দক্ষিণ ভারতের কোনও একটি কেন্দ্র থেকে প্রার্থী হবেন বলে সিদ্ধান্ত হয়েছে। অন্য দিকে, ১৯৯৯ থেকে ২০১৯ পর্যন্ত টানা ছ’টি ভোটে কংগ্রেসের জেতা রায়বরেলীতে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা। অমেঠী-রায়বরেলী থেকে গান্ধীদের কেউ প্রার্থী না হলে নরেন্দ্র মোদী-সহ বিজেপি নেতৃত্ব যে তা প্রচারে তুলে ধরবেন, তার ইঙ্গিত মিলেছে ইতিমধ্যেই। রায়বরেলীর সাংসদ সনিয়া রাজস্থান থেকে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পরেই গত শনিবার বিহারের জনসভায় মোদী বলেন, ‘‘আমি সংসদেই বলেছিলাম, সবাই পালাচ্ছে। আপনারা দেখছেন, এ বার লোকসভা থেকে লড়তেই কেউ রাজি হচ্ছেন না। রাজ্যসভার আসন খুঁজছেন।’’
Post a Comment