সরকারি হাসপাতালের চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, গলায় ফাঁস লাগান দেহ উদ্ধার
ODD বাংলা ডেস্ক: কোয়ার্টার থেকে গলায় ফাঁস লাগান অবস্থায় উদ্ধার ডায়মন্ডহারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকের দেহ। মৃতের নাম কল্যাণাশীষ ঘোষ। তিনি ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবারথানার পুলিশ।জানা গিয়েছে, রবিবার গভীর রাতে পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেন ওই চিকিৎসক। তিনি মানসিক অবসাদে ছিলেন বলে জানা গিয়েছে। এরপরেই পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয় গোটা বিষয়টি। পরিবারের তরফ থেকে খবর পেয়ে গভীর রাতে মেডিক্যাল কলেজে হাসপাতালের কোয়ার্টারে পৌঁছয় পুলিশ। কর্মীরা পৌঁছে দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় রয়েছেন ওই চিকিৎসক। এরপরেই তাঁকে উদ্ধার করে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। দেহটি ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যাচ্ছে, সম্প্রতি ওই চিকিৎসকের মায়েরও মৃত্যু হয়। সোমবার নারায়ণপুরে তাঁর মায়ের শ্রাদ্ধানুষ্ঠানও হওয়ার কথা রয়েছে। তার আগে, রবিবার রাতে তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন। সেই অবসাদ থেকেই তিনি কোনও চরম পথ বেছে নিলেন কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে অম্লানজ্যোতি পুরকাইত নামে মৃত চিকিৎসকের এক সহকর্মী বলেন, 'প্রকৃত কী ঘটনা ঘটেছে বলতে পারব না, সেটা তো ময়নাতদন্তের পরেই বোঝা যাবে।'
Post a Comment