ভোটের আগে দোলের ছুটিতে দিঘা যাওয়ার প্ল্যান? জেনে নিন এই বিষয়গুলি
ODD বাংলা ডেস্ক: দোলের ছুটিতে দিঘায় যাওয়ার পরিকল্পনা অনেকেরই। আর গন্তব্য যদি দিঘা হয় সেক্ষেত্রে পরিচয়পত্র সঙ্গে নিতে ভুলবেন না। কারণ ভোটের জন্য চলছে কড়া নজরদারি। নাশকতা, অশান্তি এড়াতে চূড়ান্ত জেলা প্রশাসন। সাধারণত, পর্যটনস্থলে হোটেলে চেক ইন করতে গেলে পরিচয়পত্র বাধ্যতামূলক হয়। এবার সেই নিয়ম আরও কড়াকড়ি। নাশকতা, অশান্তি এড়াতে তৎপর জেলা প্রশাসন। জেলাজুড়ে মোড়ে মোড়ে নাকাচেকিং করা হচ্ছে। প্রশাসনিক কর্তাদের কথায়, এই সময় সমস্ত তথ্য সঙ্গে রাখতে হবে। ২৫ মার্চ, সোমবার দোল উৎসব এবং ২৬ মার্চ মঙ্গলবার হোলি। শনি ও রবিবার সরকারি ছুটি। একাধিক বেসরকারি অফিসেও ছুটি। স্বাভাবিকভাবেই টানা চারদিন ছুটিতে বাক্স প্যাঁটরা গুছিয়ে বাঙালি যে বেরিয়ে পড়বে পাহাড়, জঙ্গল, সমুদ্র সৈকতে, তা স্বাভাবিক।এবার দোলের মাঝেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ায় কড়াকড়ি পুলিশ প্রশাসন। ইতিমধ্যে জেলা জুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। জেলার মোড়ে মোড়ে নাকাচেকিং শুরু হয়েছে।এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, দোলের ছুটিতে বহু মানুষ দিঘা বেড়াতে যান। কোনওভাবেই যাতে এই সময় কোনও অবান্তর অশান্তি তৈরি না হয় সেই জন্য পুলিশ প্রশাসনের তরফে সতর্কতামূলক পদক্ষেপ করা হয়। বাইরে থেকে এসে কেউ যাতে অসামাজিক কাজ করতে না পারে তার জন্য বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।
Post a Comment