৪ জুন ভোটগণনা হচ্ছে না এই দুই রাজ্য়ে, পরিবর্তিত তারিখ জানিয়ে দিল নির্বাচন কমিশন

ODD বাংলা ডেস্ক: উত্তর-পূর্বের দুই রাজ্যে অরুণাচল প্রদেশ এবং সিকিমে বিধানসভা নির্বাচনের ভোটগণনা হচ্ছে না ৪ জুন। রবিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিলে নির্বাচন কমিশন। তার পরিবর্তে ২ জুন ভোটগণনা হবে ওই দুই রাজ্যে। শনিবারই ১৮তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। লোকসভা নির্বাচনের সঙ্গে দেশের চারটি রাজ্যে বিধানসভার ভোটের দিনক্ষণও ঘোষণা করা হয়েছিল। সেই চারটি রাজ্য হল— ওড়িশা, সিকিম, অন্ধ্রপ্রদেশ এবং অরুণাচল প্রদেশ। চার রাজ্যেরই ভোটগণনা ৪ জুন হবে বলেও জানিয়েছিল কমিশন। কিন্তু নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে কমিশন উত্তর-পূর্বের দুই রাজ্যের ভোটগণনার দিন পরিবর্তন করল। কমিশন জানিয়েছে, ২ জুন দুই রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তাই ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৩২৪, অনুচ্ছেদ ১৭২(১) এবং ১৯৫১ সালের জনপ্রতিনিধি আইনের ১৫ নম্বর ধারা অনুযায়ী ওই মেয়াদ শেষ হওয়ার আগে ভোট পর্ব শেষ করতে হবে। তাই প্রথমে ৪ জুন ভোটগণনার কথা ঘোষণা করেও তা পরিবর্তন করতে হল কমিশনকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.