Vote From Home! ঘরে বসেই ভোট দেওয়ার সুযোগ প্রবীণদের, জানুন কীভাবে
ODD বাংলা ডেস্ক: ১৯ এপ্রিল থেকে দেশে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন ২০২৪। চলতি বছর লোকসভা ভোট শুরু হচ্ছে ১৯ এপ্রিল থেকে। সাত দফার ভোট চলবে ১৯ এপ্রিল (প্রথম দফা), ২৬ এপ্রিল (দ্বিতীয় দফা), ৭ মে (তৃতীয় দফা), ১৩ মে (চতুর্থ দফা), ২০ মে (পঞ্চম দফা), ২৫ মে (ষষ্ঠ দফা) এবং ১ জুন (সপ্তম দফা)। ভোটগণনা এবং ফলপ্রকাশ আগানী ৪ জুন।
আর প্রতিটি পর্বেই বিশেষভাগে সক্ষম এবং প্রবীণ ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে কমিশন।নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, গোটা দেশের ১০ লাখ ৫০ হাজার বুথে সহজভাবে ভোটদান প্রক্রিয়া অংশ নেওয়ার জন্য নাগরিকদের সমস্ত পরিষেবা দেওয়া হবে। বিশেষভাবে সক্ষমদের জন্য প্রতিটি বুথে থাকবে ব়্যাম্প, অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য থাকবে সাহায্যকারী। প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ, ফলে সেই অনুযায়ী বন্দোবস্ত করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন।ভোট ফ্রম হোমে আগ্রহী হলে নির্দিষ্ট কেন্দ্রের রিটার্নিং অফিসারের থেকে ১২-ডি ফর্ম সংগ্রহ করতে হবে। নির্বাচন নোটিফিকেশনের দিন পাঁচেক আগে সেই ফর্ম জমা করতে হবে। এরপর ভোটের দিন বুথের রিটার্নিং অফিসার এবং অন্যান্য সহকারীরা প্রবীণ ভোটারের বাড়ি গিয়ে তাঁর ভোট নেবেন। এই ভোটগুলিও নির্দিষ্ট দিনে ওই সংশ্লিষ্ট কেন্দ্রের বাকি ভোটের সঙ্গেই যোগ করা হবে।
এ প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, '৮৫ ঊর্ধ্ব ভোটার এবং ৪০ শতাংশের বেশি শারীরিকভাবে অক্ষমদের ক্ষেত্রে আমরা বাড়িতে বসে ভোটদানের ব্যবস্থা করেছি। তবে তাঁরা যদি ভোটকেন্দ্রে এসে ভোট দিতে চান তবে আমরা হুইলচেয়ারেরও ব্যবস্থা রাখছি। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে বাড়ির পাশে বা নীচে ভোটকেন্দ্র হলেও অনেকে ভোট দিতে অনীহা প্রকাশ করেন। তেমনটা যেন না হয়, সেই প্রচেষ্টাতেই আমাদের এই নয়া উদ্যোগ।'
Post a Comment