দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প, টের পেলেন?
ODD বাংলা ডেস্ক: কোথাও মধ্যরাতে, তো কোথাও ভোরবেলায়। দেশের বিভিন্ন জায়গা কেঁপে উঠল ভূমিকম্পে। সিকিম থেকে শুরু করে অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, এমনকী পড়শি দেশ ভুটানেও ভূমিকম্প হয়। ঘুরতে গিয়ে ভয়ে-আতঙ্কে সিঁটিয়ে পর্যটকরা। বৃহস্পতিবার সাতসকালেই ভূমিকম্প অনুভূত হয় সিকিমে। অন্যদিকে, অরুণাচল প্রদেশেও জোড়া ভূমিকম্প হয়। মহারাষ্ট্রেও ভূমিকম্প হয়, অনুভূত হয় আফটার শকও। তবে কোনও কম্পনের তীব্রতাই খুব বেশি ছিল না।মধ্যরাত থেকেই ভূমিকম্প শুরু হয়। প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় রাত ১টা ৪৯ মিনিট নাগাদ। অরুণাচল প্রদেশের পশ্চিম কামেঙ্গে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল।এর দুই ঘণ্টা বাদেই, ভোর ৩ টে ৪০ মিনিট নাগাদ দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল অরুণাচলের পশ্চিম কামেঙ্গে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল।অন্যদিকে, ভুটানেও ভূমিকম্প হয়, যার জেরে কম্পন অনুভূত হয় সিকিমে। এ দিন ভোর ৬টা নাগাদ সিকিমের দক্ষিণ-পূর্বে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.১। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটানের তাদং থেকে ৬৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
Post a Comment