দু’ফোঁটার বদলে এক শিশি পোলিও খাইয়ে দিল স্বাস্থ্য কর্মী, হাসপাতালে ভর্তি শিশু

ODD বাংলা ডেস্ক: শিশুকে পালস পোলিও খাওয়াতে নিয়ে গিয়েছিলেন তাঁর মা-বাবা। অভিযোগ, দু’ফোঁটার বদলে পুরো এক শিশি পোলিও খাইয়ে দেওয়ার অভিযোগ উঠল কর্তব্যরত স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। এরপরই পড়ে যায় হইচই। গোটা ঘটনায় মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তদন্তের নির্দেশ দিলেন জলপাইগুড়ি জেলাশাসক সামা পারভিন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মাল মহকুমার ক্রান্তি ব্লকের। গত রবিবার চার বছরের এক শিশু তাঁর মায়ের সঙ্গে পোলিও খেতে গিয়েছিল। অভিযোগ, সেখানেই কর্তব্যরত স্বাস্থ কর্মীরা এক শিশি পোলিও খাইয়ে দেন তাকে। শিশুটির মা ভয় পেয়ে তাঁর স্বামীকে ফোন করেন। তিনি এসে দেখেন ততক্ষণে বাচ্চাটির জ্বর চলে এসেছে। এরপর শিশুটির বাবা স্বাস্থ্য কর্মীদের জিজ্ঞাসা করলে অভিযোগ, তাঁরা জানান যে কিছুই হবে না। তবে পরিনাম হল উল্টো। একসঙ্গে এত পরিমাণ পোলিও খাওয়ার সঙ্গে সঙ্গে প্রচন্ড জ্বর চলে আসে বাচ্চাটির। এরপর তাঁকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে ৪৮ ঘণ্টার জন্য ভর্তি করে নেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.