Holi 2024: এবারের হোলিতে ভাগ্য ফিরবে কাদের, জেনে নিন
ODD বাংলা ডেস্ক: চলতি বছরে দোল পূর্ণিমার তিথি শুরু হচ্ছে ২৪ মার্চ থেকে। ২৪ মার্চ সকাল ৯ টা ৫৪ মিনিটে শুরু হবে দোল পূর্ণিমার তিথি। আর সেই পূর্ণিমা শেষ হতে চলেছে ২৫ মার্চ বেলা ১২ টা ২৯ মিনিটে। এদিকে, হোলির সময় রয়েছে কুম্ভ রাশিতে মঙ্গল ও শুক্রের যুতি। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। দেখা যাক এবারের হোলির সময়ে কারা কারা লাভবান হতে চলেছেন।
মেষ: আপনাদের রাশিতে লাভের স্থানে হচ্ছে এই যুতি। এই সময়ে আয়ে বৃদ্ধি হবে। নতুন নতুন মাধ্যম থেকে আপনি রোজগার করতে সফল হবেন। আপনার টাকা রোজগারে বিপুল বৃদ্ধি হবে। ব্যবসার সঙ্গে জড়িত সমস্ত প্রকল্পে পাবেন লাভ। সন্তান সম্পর্কে ভালো কোনও খবর পাবেন। বিনিয়োগ থেকে ভালো লাভ হবে।
বৃষ: আপনার গোচর কুণ্ডলীতে কেরিয়ার আর কর্মস্থলের জায়গায় এই যোগ হচ্ছে। ফলে আপনি হতে চলেছেন দুই দিক থেকেই লাভবান। টাকা পয়সার দিক থেকে হবে আপনার বিপুল লাভ। সঞ্চয় বাড়বে। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা পাবেন লাভ। নতুন চাকরির অফার আসতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে।
মকর: এই যুতি আপনার ধন সম্পত্তি আর বাণী সম্পর্কিত স্থানে হচ্ছে। ফলে এই সময় আপনি হঠাৎ করে টাকা পাবেন। এই সময় আপনার নতুন কোনও কাজ শুরু হতে পারে হঠাৎ। আপনার কথায় অনেকে মুগ্ধ হবেন। আপনার সঞ্চয় এই সময় বাড়বে। আপনার ব্যক্তিত্বে আলাদা উজ্জ্বলতা আসবে। আপনার বহু ইচ্ছা পূরণ হবে। উচ্চ পদস্থ কারোর সঙ্গে যোগাযোগ হওয়ায় পরের দিকে আপনি পাবেন বিপুল লাভ।
Post a Comment