জেলায় জেলায় প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি হলুদ সতর্কতা

ODD বাংলা ডেস্ক: দুর্যোগ যেন কোনওভাবেই পিছু ছাড়ছে না। ফের আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস। মার্চের শুরুতেই ফের একবার বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরের কোনও জেলাতেই। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রবিবার ও সোমবার নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং-এ।শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে‌। এর ফলে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে তাপমাত্রার পারদ বেশ খানিকটা কম থাকবে। হালকা শীতের আমেজ বজায় থাকবে এখানে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.