নয়া নজির গড়ল কলকাতা মেট্রো! গঙ্গার নীচ দিয়ে চালু হয়ে গেল মেট্রো
ODD বাংলা ডেস্ক: ফের ইতিহাস গড়ল কলকাতা মেট্রো। দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসপ্ল্যানেড থেকে হাওড়া রুটের ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গঙ্গার উপরের জলস্তর থেকে ৩৩ মিটার নীচে তৈরি হয়েছে টানেল। জোড়া সুড়ঙ্গ দিয়ে চলবে মেট্রো।আনুষ্ঠানিক ভাবে গঙ্গার তলার মেট্রো পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি সেখানে উপস্থিত ছিলেন না। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিকে আজকে কলকাতার আরও দু'টি রুটের সম্প্রসারিত অংশের মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। এরপর স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে গঙ্গার নীচে দিয়ে মেট্রো যাত্রায় সামিল হন প্রধানমন্ত্রী। যাত্রাকালে পড়ুয়াদের সঙ্গে কথা বলতে দেখা যায় মোদীকে।
Post a Comment