লোকসভা ভোটের প্রার্থী হতেই ‘দিদি নম্বর ১’ ছাড়ছেন রচনা বন্দ্যোপাধ্যায়?

ODD বাংলা ডেস্ক: লোকসভা ভোটে টিকিট পেয়ে 'দিদি নং ১' কি ছেড়া দেবেন রচনা বন্দ্যোপাধ্যায়? এখন সকলের মনে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। রচনা আগেভাগেই জানিয়ে দিয়েছেন যে, ভোটের আগে নিত্যদিন হুগলিতে তিনি প্রচার করবেন। তাহলে ‘দিদি নম্বর ১’-এর কী হবে? সংবাদ মাধ্যমের কাছে রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, “লোকসভার প্রচারে ব্যস্ত থাকার ফলে একটি তো ‘দিদি নম্বর ১’-এর শুটিং ক্ষতিগ্রস্থ হবেই। তবে প্রচার কিংবা রাজনৈতিক কর্মসূচীর ফাঁকে সেভাবেই সময় ম্যানেজ করব শুটিংয়ের জন্য। প্রয়োজনে রাত্রিবেলায় শুট সারব।” অতঃপর দর্শকরা যে ‘দিদি নম্বর ১’ রচনার সঞ্চালনা থেকে বঞ্চিত হবেন না, তা বলাই বাহুল্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.