আচমকা পদত্যাগ করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! এবার কি লক্ষ্য রাজনীতি?


ODD বাংলা ডেস্ক: বিচারপতি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আগামী মঙ্গলবার পদত্যাগ করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আচমকাই এই পদত্যাগের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। আর এই পদত্যাগের সিদ্ধান্তের পরই তাঁর রাজনীতিতে যোগদানের তীব্র জল্পনা ছড়িয়েছে। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস ছাড়া ২ রাজনৈতিক দল থেকে যোগদানের আহ্বান জানানো হয়েছে তাঁকে। তবে, অভিজিৎ বাবু কোনও দলে যোগ দেবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। একটি বৈদ্যুতিন মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, কলকাতা হাইকোর্টে সোমবারই তাঁর শেষ দিন। তাঁর হাতে যে ক’টি মামলা রয়েছে, সোমবার হাইকোর্টে গিয়েই সেগুলি ছেড়ে দেবেন। মঙ্গলবার তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠাবেন। এমনকী তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা, তা নিয়ে প্রশ্ন করা হলে, সরাসরিই বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, ”আমাকে কোনও রাজনৈতিক দলে যোগ দিলে তারা আমাকে টিকিট দিলে, অবশ্যই ভেবে দেখব।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.