দুই বিমানের সংঘর্ষ! বড় দুর্ঘটনা এড়াল কলকাতা বিমানবন্দর


ODD বাংলা ডেস্ক: কলকাতা বিমানবন্দরে ভয়ংকর বিপদ হওয়া থেকে রক্ষা পেল দুটি বিমান। রানওয়েতে দুটি বিমান এত কাছাকাছি চলে আসে যে সংঘর্ষ হতে হতে বেঁচে যায়। যদিও দুর্ঘটনার আকস্মিকতায় ইন্ডিগোর বিমান ধাক্কা দেয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে। যার ফলে এয়ার ইন্ডিয়ার বিমানের একটি উইং ক্ষতিগ্রস্থ হয়ে রানওয়েতে ছিটকে পড়ে এবং ইন্ডিগোর উইং-ও বেঁকে যায়। দুটি বিমান ছিল যাত্রী বোঝাই। একটি বিমান যাচ্ছিল কলকাতা থেকে চেন্নাই। অন্য বিমানটি যাচ্ছিল কলকাতা থেকে দারভাঙা। চেন্নাইগামি বিমানের উইং টিপ অর্থাৎ ডানার ওপরের অংশের যন্ত্রাংশ ভেঙে পড়ে যায় সংঘর্ষের জেরে। অন্য বিমানটির ডানায় ধাক্কার জেরে তুবড়ে গিয়েছে। DGCA কে জানানো হয়েছে গোটা বিষয়। সকাল ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করল DGCA। একটুর জন্য প্রাণে বেঁচেছেন যাত্রীরা। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো বিমানের পাইলটদের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে। তবে শুধু পাইলটদের বিরুদ্ধে নয়, গ্রাউন্ড স্টাফদেরও এবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান হয়েছে। বিমানবন্দর সূত্রের খবর, ইন্ডিগো বিমানে মোট ১৩৫ জন যাত্রী ছিলেন, এর মধ্যে চার জন শিশুও ছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.