কলকাতায় বহুতল ধসে গিয়ে মৃত একাধিক!


ODD বাংলা ডেস্ক: কলকাতায় নির্মাণাধীন বহুতল ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাতে দাঁড়িয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। এখনো চাপা পড়ে আছেন অনেকে। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী একাধিক দল। মৃত এবং আহত সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। রোববার মধ্যরাতে কলকাতার মুসলিম অধ্যুষিত গার্ডেনরিচ এলাকার পাহাড়পুরের হাজারি মোল্লা বাগানের  ৫১৩/৩ ব্যানার্জিপাড়া লেনে, একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে পড়ে একটি ঝুপড়ি উপর পরলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই, পশ্চিমবঙ্গ সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মী ছাড়াও এনডিআরএফ (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) উদ্ধার কাজ শুরু করে।যুদ্ধকালীন তৎপরতায় চলে উদ্ধারকার কাজ। ভাঙা বাড়ির নীচে আরও কেউ আটকে আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। বহু লোক জখম হয়েছেন এই ঘটনায়। পুলিশ জানিয়েছে, ১৫ জনের বেশি মানুষ আহত এবং ইতিমধ্যে ৭ জনের মৃত্যু ঘটেছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.