স্কুলের সামনে মদের দোকান! টায়ার জ্বালিয়ে পথ অবরোধ
ODD বাংলা ডেস্ক: স্কুলের সামনে মদের দোকান খোলার প্রতিবাদে মালদহের মালদহ-রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ইংলিশবাজার ব্লকের কোতুয়ালি অঞ্চলের গ্রামবাসীরা। তাঁদের দাবি, বেশ কয়েক মাস আগেই তাঁরা স্কুলের সামনে মদের দোকান খুলতে না দেওয়ার জন্য বিভিন্ন স্তরে আবেদন করেছিলেন। কিন্তু তা গ্রাহ্যই করা হয়নি। কোতোয়ালি অঞ্চলের লিচু-মোড় এলাকায় নরহাট্টা হাইস্কুল সহ বেশ কিছু বেসরকারি বিদ্যালয় আছে। শিক্ষা প্রতিষ্ঠানের সামনেই খোলা হয়েছে সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান। এর ফলে বাচ্চাদের পড়াশোনার ক্ষতির পাশাপাশি এলাকার পরিবেশ নষ্ট হবে বলে আশঙ্কা বাসিন্দাদের। বুধবার বাঁশ ফেলে রাস্তা আটকে, টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা। বিক্ষোভের কারণও মাইকিং করে প্রচার করেন। ইংলিশবাজার থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
Post a Comment