দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, কখন করা যাবে সত্যনারায়ণ পুজো? জেনে নিন

ODD বাংলা ডেস্ক: প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমার রাতে হোলিকা দহন পালিত হয় এবং পরদিন হোলি পালিত হয়। পঞ্চাঙ্গ মতে, এ বছর হোলি এবং দোলের দিনে  চন্দ্রগ্রহণ হতে চলেছে। এটি বিশ্বাস করা হয় যে চন্দ্রগ্রহণের সময় নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। যার কারণে সমগ্র মহাবিশ্ব প্রভাবিত হয়। গ্রহণকালে ধর্মীয় কার্যকলাপ নিষিদ্ধ এই বছর প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে অর্থাৎ ২৫ মার্চ ২০২৪ তারিখে সকাল ১০.২৩ মিনিট  থেকে এবং শেষ হবে বেলা ৩.০২ মিনিটে। এই বছর চন্দ্রগ্রহণের ছায়ায় হোলি ও দোল উদযাপিত হবে। এবার হোলিকা দহন হবে ২৪ মার্চ ২০২৪ মধ্যরাতে মধ্যরাতে। ২৪  মার্চ, হোলিকা দহনের দিন, ভাদ্রকাল লাগবে সকাল  ৯:৫৪ মিনিটে, যা রাত ১১:১৩ মিনিট পর্যন্ত চলবে। আর রঙের হোলি খেলা হবে ২৫ মার্চ। ২০২৪ সালের দোল পূর্ণিমা পড়েছে সোমবার। দোল পূর্ণিমা খুবই বিশেষ তিথি। এদিন নারায়ণ পুজো হয় বহু বাড়িতে। অনেকেই বাড়িতে রাধা কৃষ্ণর পুজো করেন। কেউ আবার সত্যনারায়ণের পুজো দেন। তবে এবার দোল পূর্ণিমায় ঘটতে চলেছে চন্দ্রগ্রহণ। এবারের পূর্ণিমায় পড়ছে দোল ও চন্দ্রগ্রহণ। গ্রহণের সময় যেহেতু  পুজো হয় না, তাই জেনে রাখুন চন্দ্রগ্রহণের সময়টা। যাতে ওই সময়টা যে কোনও শুভ কাজ এড়িয়ে যেতে পারেন।  এবার ২৪ মার্চ সকাল ৯টা ৫৬ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে।  যা সমাপ্ত হবে পরের দিন ২৫ মার্চ দুপুর ১২টা ২৯ মিনিটে। এবার সত্যনারায়ণ পুজো করতে চাইল করতে হবে ২৪ মার্চ, রবিবার। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.