আজ দিদি নং ১-এ আসছেন মুখ্যমন্ত্রী! কখন হবে টেলিকাস্ট
ODD বাংলা ডেস্ক: প্রথমবার কোনও রিয়ালিটি শো-র মঞ্চে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই উৎসাহী বাংলার দর্শক। ররবিবার রাত ৮টা থেকে জি বাংলায় সম্প্রচার হবে দিদি বাংলায় মুখ্যমন্ত্রী স্পেশাল এপিসোডটি। চ্যানেলের তরফে শেয়ার করা একাধিক ঝলকে দেখা গিয়েছে, রচনার অনেক অনুরোধের পর রুটি বেলে দেখাবেন মমতা। আর প্রমাণ করবেন, কীভাবে তিনি ঘরে বাইরে একভাবে চালাতে পটু! একদম পারফেক্ট গোল রুটি বেলে দেখিয়েছিলেন তিনি রচনাকে। পাশাপাশি নিজের লেখা কবিতার বই, কবিতাবিতান থেকে পড়ে শুনিয়েছেন, ‘আমার লক্ষ্মী চন্দ্র, সূর্য আকাশে জ্বলে তারা। আমার লক্ষ্মী ধনধান্যে নবান্ন দিয়ে ভরা’।প্রসঙ্গত, ২১ ফেব্রুয়ারি ডুমুরজলা স্টেডিয়ামে দিদি নম্বর ১-এর শ্যুটিং সেরেছিলেন তিনি। তারপর থেকেই যেন অপেক্ষার প্রহর গোণা শুরু হয়ে গিয়েছিল।যদিও জনপ্রিয় এই রিয়েলিটি শো-এ মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিযোগী হিসেবে আসেননি। বরং তিনি ছিলেন এদিনের বিশেষ অতিথি। এদিনের এপিসোডে রচনার সঙ্গে খেলেছেন ডোনা গঙ্গোপাধ্যায়, অরুন্ধতী হোমচৌধুরী এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।
Post a Comment