হৃদপিণ্ড বন্ধ হওয়ার ৫০ মিনিট পর জেগে উঠল 'মৃতদেহ'! হতবাক চিকিৎসকরা

ODD বাংলা ডেস্ক: বিশ্বে প্রতিনিয়তই কিছু না কিছু হয়ে চলেছে যা অবাক করে দেওয়ার মতোই। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে মৃত্যুর ৫০ মিনিট পর জেগে উঠল মৃতদেহ। শুনতে অবাক লাগলে এবং গায়ে কাঁটা দিলেও এটাই সত্যি। চিকিৎসাবিজ্ঞানে এমন অনেক ঘটনাই ঘটে যার কোনও ব্যাখ্যা হয় না। এই ঘটনা অনেকটা তেমনই। ওই সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৩১ বছর বয়সি বেন উইলসনের পর পর দুটি কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তারপরই বন্ধ হয় হৃদস্পন্দন। সাধারণত এরকম ক্ষেত্রে ডিফাইব্রিলেটর ব্যবহার করে হার্টকে পুনরায় জীবিত করার চেষ্টা চালানো হয়। এক্ষেত্রে প্রায় ১৭ বার ডিফাইব্রিলেটর ব্যবহার করা হয়েছিল। কিন্তু বেন উইলসন ততক্ষণে কোমায় চলে গিয়েছেন। বাঁচার আশাও শেষ।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.