রামমন্দির নিয়ে রামন্দুর মন্তব্যে বিতর্ক, তোপ ডাকলেন শুভেন্দু!
ODD বাংলা ডেস্ক: অযোধ্যার রামমন্দির নিয়ে বিরূপ মন্তব্য করে বিতর্কে জড়ালেন তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রামেন্দু সিংহরায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ নিয়ে রামেন্দুর বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুধু নয়, আরামবাগ থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে বিজেপির তরফে। রামেন্দু অবশ্য নিজের অবস্থানে অনড়। আগামী ১০ মার্চ ব্রিগেডের সভা রয়েছে তৃণমূলের। এ নিয়ে রবিবার তারকেশ্বরে দলের প্রস্তুতি সভায় রামেন্দু রামমন্দিরকে ‘অপবিত্র’ বলে দাবি করেন। রামেন্দুর বক্তব্যের ভিডিয়ো সোমবার নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন শুভেন্দু, যার সত্যতা ODD বাংলা যাচাই করেনি। সেই ভিডিও-তে রামেন্দুকে বলতে শোনা যায়, ‘‘যে রামমন্দির তৈরি হয়েছে, আমি মনে করি অপবিত্র ওই রামমন্দিরে ভারতবর্ষের কোনও হিন্দু যেন পুজো দিতে না যান। ওটা একটা শো-পিস তৈরি হয়েছে।’’রামেন্দুর এই মন্তব্যের নিন্দা করে শুভেন্দু নিজের এক্স হ্যান্ডলে লেখেন, ‘এটাই তৃণমূল কংগ্রেসের আসল প্রকৃতি। হিন্দুদের আক্রমণ করতে করতে তাদের দুঃসাহস এতাটাই বেড়ে গিয়েছে যে এখন তারা হিন্দুদের পবিত্র পীঠস্থান, সেই মন্দিরকে ‘অপবিত্র’ আখ্যা দেওয়ার ধৃষ্টতা দেখাচ্ছে’।
Post a Comment