উত্তরবঙ্গে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী, কোচবিহারে একই দিনে মোদী-মমতা
ODD বাংলা ডেস্ক: একই জেলায় দুই প্রান্তে সভা। লোকসভা নির্বাচনে এই প্রথম একই দিনে প্রচারে মোদী-মমতা। কোচবিহার লোকসভা কেন্দ্রের জন্য প্রচারে আসছেন মোদী। আবার একই দিনে কোচবিহারে সভা রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী ৪ এপ্রিল কোচবিহারে সভা রয়েছে দুজনেরই। কোচবিহার জেলায় রাসমেলা ময়দানে সভার আয়োজন করা হচ্ছে মোদীর। অন্যদিকে, মাথাভাঙার গুমানির হাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আয়োজন করা হতে চলেছে। একদিকে, তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া হয়ে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, কোচবিহারের বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিকের হয়ে প্রচারে থাকছেন মোদী। রাজ্যে দ্বিতীয় দফায় প্রচারে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বৃহস্পতিবার পর রবিবার মোদীর উত্তরবঙ্গের দুটি সভা রয়েছে বলে জানা গিয়েছে। রবিবার বালুরঘাট এবং জলপাইগুড়িতে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। এবারের লোকসভা নির্বাচনে উত্তরের কেন্দ্রগুলিতে বাড়তি নজর দিচ্ছে বিজেপি। গতবারের ফলাফলে উত্তরের বেশিরভাগ ঝুলিতে ভরতে পেরেছিল পদ্ম শিবির। সেই সংখ্যা যাতে কোনওভাবেই না কমে, আপ্রাণ চেষ্টায় গেরুয়া শিবির।
Post a Comment