ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়ার তালিকা এল প্রকাশ্যে, দেখে নিন এক ঝলকে

ODD বাংলা ডেস্ক: আগামী ৬ মার্চ নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হওয়ার কথা গঙ্গার নিচে দিয়ে আসা নতুন মেট্রো লাইনের। পোশাকি নাম রাখা হয়েছে Green Line. হাওড়া থেকে ধর্মতলা এসে Blue Line-এর থেকে বিভাজিত হচ্ছে। ধর্মতলা থেকে মেট্রো বদলে দক্ষিণেশ্বর বা কবি সুভাষ যাওয়া যাবে। তবে সেক্ষেত্রে লাইন বদলালেও নতুন টোকেন নেওয়ার প্রয়োজন পড়বে না যাত্রীদের। এক টিকিটেই পাড়ি দেওয়া যাবে গোটা পথ। মেট্রোর তরফে ভাড়ার যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে করে হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৫ টাকা, ধর্মতলা আসতেও ১০ টাকার টিকিট কাটতে হবে। দক্ষিণেশ্বর যেতে ৩০ টাকা লাগবে। বরাহনগর, নোয়াপাড়া পর্যন্তও ভাড়া ৩০ টাকাই। দক্ষিণেশ্বর যেতে ৩০ টাকা লাগবে। বরাহনগর, নোয়াপাড়া পর্যন্তও ভাড়া ৩০ টাকাই। দক্ষিণের মাস্টারদা সূর্যসেন, গীতাঞ্জলী, কবি নজরুল, শহিদ ক্ষুদিরাম, কবি সুভাষ পর্যন্তও ৩০ টাকা ভাড়া। দমদম পর্যন্ত ২৫, বেলগাছিয়া, শ্যামবাজার পর্যন্ত ২৫ টাকা ভাড়া গুনতে হবে মেট্রোয়। আবার দক্ষিণের কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তমকুমার, নেতাজি পর্যন্তও ভাড়া ২৫ টাকা। বাইপাসের সত্যজিৎ রায় স্টেশন পর্যন্ত ৩৫ টাকা ভাড়া পড়বে। জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত পর্যন্ত ৪০ টাকা ভাড়া। দমদম ক্যান্টনমেন্ট যেতে ভাড়া পড়বে ৪০ টাকা।  হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনে পর্যন্ত যেতে ৫০ টাকা ভাড়া গুনতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.