উঠে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা! বড় সিদ্ধান্ত সংসদের
ODD বাংলা ডেস্ক: ২০২৫ সালে আর উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে না। এক শিক্ষাবর্ষে একটি পরীক্ষার বদলে দুটি সেমিস্টার হবে। বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ৬ মাস অন্তর দুটি সেমিস্টারে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ করা হবে।উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২০২৫ সালের নভেম্বর এবং ২০২৬ সালের মার্চে প্রথম ব্য়াচ সিমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দেবে। তার আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশে কার্যকর হবে দুই সিমেস্টার পদ্ধতি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সিমেস্টারভিত্তিক সিলেবাস খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে আপলোড করা হবে। এখন উচ্চ মাধ্যমিক হয় শুধুমাত্র দ্বাদশের সিলেবাসের ভিত্তিতে এবং বছরে একবার। করোনাকালে দিল্লি বোর্ডগুলি বছরে দু'বার পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া চালু করেছিল। এবার রাজ্যের উচ্চ মাধ্যমিকে পাকাপাকিভাবে বছরে দু'বার পরীক্ষা হবে। দুটি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে তৈরি হবে মার্কশিট। সিমেস্টারের পূর্ণমান কী হবে, তা জানিয়ে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
Post a Comment