গুরুতর অসুস্থ পার্থসারথী দেব, ৩৭ দিন ভেন্টিলেশনে! কেমন আছেন অভিনেতা?

ODD বাংলা ডেস্ক: অসুস্থ অভিনেতা পার্থ সারথি দেব। কলকাতার এমআর বাঙুর হাসপাতালে ভর্তি। টানা ৩৫ দিন আইসিসিইউতে রয়েছেন। সিওপিডির সমস্যা দীর্ঘদিনের। তার সঙ্গে বুকে সংক্রমণ আর নিউমোনিয়াও ধরা পড়েছে। ৬৮ বছর বয়সে অভিনেতার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাঁকে রাখা হয়েছে ভেন্টেলেশনে। একের পর এক সিরিয়ালে তিনি মন জয় করেছেন সকলের। অভিনেতার অসুস্থতার খবরে দুশ্চিন্তায় ভক্তেরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। এর আগে ২০২১ সালে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেই সময় কলকাতার ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রবীণ অভিনেতা, বেশ কয়েকটি চলচ্চিত্র, টেলিভিশন শো এবং থিয়েটার প্রকল্পের অংশ ছিলেন। শ্বাসকষ্টের কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলেও সন্দেহ করা হয়েছে বলেও চিকিৎসকরা মনে করেছিলেন। অভিনেতার সিওপিডি আছে বরাবরই। তাই চেস্ট ইনফেকশন থেকেই সমস্যা এবার বেড়েছে বলে মনে করা হচ্ছে। তবে আগের চেয়ে একটু ভালো আছন তিনি বলে জানা গয়েছে। এমনকী চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি।


partha-sarathi-deb-hospitalized-health-condition-is-critical

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.