শ্রাদ্ধবাড়ির খাবার খেয়ে অসুস্থ শতাধিক!

ODD বাংলা ডেস্ক: বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত সংড়া পঞ্চায়েতের পাগলাডাঙ্গা গ্রামে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে অসুস্থ প্রায় শতাধিক। একটি সংবাদমাধ্যম থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে, সেই এলাকার এক মহিলার শ্রাদ্ধ ছিল। সেই শ্রাদ্ধে গিয়েছিল মৃতদাসপুর, কামারশাল ও পাগলাডাঙ্গা এলাকার বাসিন্দারা। সেখানে তারা মুড়ি, বোঁদে খান। আর সেই খেয়েই অসুস্থ হয়ে পড়েন প্রায় ৮৫জন। অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে, এই খাবার খেয়ে বমি, পায়খানা শুরু হয় অনেকের। মধ্যরাত পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে প্রায় চল্লিশ জন শিশুও অসুস্থ । অনেকেই ভর্তি করা হয়েছে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে যান প্রশাসনের কর্তারা। রোগীদের সঙ্গে দেখা করেন অতিরিক্ত জেলাশাসক বিশ্বজিৎ মোদক মহকুমা শাসক সুপ্রতীক সিনহা, সাঁইথিয়া ব্লকের বিডিও, সাঁইথিয়া থানার ওসি এবং সিউড়ি থানার আইসি সহ অন্যান্যরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.